ব্যয়ের নীতি

১. প্রতিষ্ঠাতা ও কার্যনির্বাহী সদস্যদের রেজিস্ট্রেশন ফি ও মাসিক অনুদানের টাকা সংগঠন পরিচালনার কাজে ব্যয় হবে। প্রয়োজনে এই অর্থ বিভিন্ন কাজে ব্যবহার হবে।

২. সদস্যদের রেজিস্ট্রেশন ফি ও মাসিক অনুদান যেকোনো ধরনের দান অথবা সদকা-ই জারিয়াহ মূলক কাজে ব্যবহৃত হবে।

৩. বিশেষ খাতের অনুদান ওই বিশেষ খাতেই ব্যবহৃত হবে।